দৈনিক বাংলার মোড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
রাজধানীর পল্টন থানার দৈনিক বাংলার মোড় থেকে অজ্ঞাত (৪৫) পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠাই।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমাদের ওই ব্যক্তির নাম জানা সম্ভব হয়নি। প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। তবে আশেপাশের লোক মুখে জানতে পেরেছি, তিনি সে এলাকায় প্রায়ই ঘোরাফেরা করতেন এবং ভবঘুরে ধরনের মানুষ ছিলেন।
এসএএ/এফকে