৪ ডিসেম্বর থেকে তিন মাস বন্ধ থাকবে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল
ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল আগামী ৪ ডিসেম্বর থেকে ৩ মার্চ পর্যন্ত সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
বুধবার (৩০ নভেম্বর) সংবাদ মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে গেন্ডারিয়া অংশে ৩টি পৃথক রেল লাইনের নির্মাণ কাজ চলমান রয়েছে। কাজটি দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রটে চলাচলকারী সব ট্রেন ৪ ডিসেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে। দ্রুত কাজ শেষে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে।
যাত্রী সাধারণের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার ঢাকা পোস্টকে বলেন, আগামী ৪ ডিসেম্বর থেকে তিন মাস পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের কাজ চলবে। তারপরও চেষ্টা থাকবে আরও দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করতে।
বর্তমানে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এক জোড়া ডেমুসহ মোট ৯ জোড়া ট্রেন চলাচল করে।
এমএইচএন/জেডএস