রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কার্টুনিস্ট তন্ময়ের শৈল্পিক প্রয়াস
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর ও এর অংশীদার সংস্থা আর্টোল্যুশনের সঙ্গে মিলে শিল্পের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার অভাবনীয় উদ্যোগে যোগ দিয়েছেন কার্টুনিস্ট রাশাদ ইমাম তন্ময়।
বুধবার (২৩ নভেম্বর) ইউএনএইচসিআরের ঢাকা অফিসে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, তন্ময় সম্প্রতি ভাসানচরে আশ্রিত শরণার্থীদের সঙ্গে দেখা করে তাদের জীবনের গল্প শোনেন এবং তাদের সবাইকে নিয়ে সেই সকল গল্প তুলে ধরেন এক বিশাল ম্যুরালের মাধ্যমে।
এই ম্যুরালের ভেতরের ছোট ছোট পেইন্টিং-এ উঠে এসেছে শরণার্থীদের চাহিদা, কষ্ট, আশা ও স্বপ্নের খণ্ড চিত্র। আর্টোল্যুশন কক্সবাজারে ও ১৭টি রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআরের সঙ্গে কাজ করছে।
ইউএনএইচসিআর জানায়, বাংলাদেশ সরকারের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর গত বছরের অক্টোবর থেকে ইউএনএইচসিআর ও মানবিক সংস্থাগুলো ভাসানচরে বিভিন্ন পরিষেবা ও মানবিক সহায়তা দিয়ে আসছে। বর্তমানে প্রায় ২৭ হাজার রোহিঙ্গা শরণার্থী ভাসানচরে আছে, যার প্রায় ৮০ শতাংশই নারী ও শিশু। ইতোমধ্যেই তাদের গুরুত্বপূর্ণ চাহিদাগুলো চিহ্নিত করা হয়েছে, এবং স্বাস্থ্য, সুরক্ষা, পুষ্টি, পানি ও পয়োনিষ্কাশনের মতো সেবাগুলো দেওয়া হচ্ছে।
ইউএনএইচসিআর ও জাতিসংঘের বিভিন্ন সংস্থা ভাসানচরে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছে রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা ও সহায়তা প্রদানের জন্য। চরে শরণার্থীদের সকল চাহিদা পূরণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে ইউএনএইচসিআর বদ্ধপরিকর।
এনআই/এসকেডি