ঘূর্ণিঝড়ের তথ্য আদান-প্রদানে ৩২ কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তথ্য আদান-প্রদানের জন্য ৩২ কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সোমবার (২৪ অক্টোবর) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়, ঘূর্ণিঝড় সিত্রাং থেকে উদ্ভূত দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে ঘূর্ণিঝড় কবলিত জেলাগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ এবং তথ্য আদান-প্রদানের জন্য এ মন্ত্রণালয়ের কর্মকর্তা/কর্মচারীদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জাতীয় দুর্যোগ সাড়াদান সমন্বয় কেন্দ্রে (এনডিআরসিসি) নির্দিষ্ট তারিখ ও সময় অনুযায়ী দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করা হলো।
আরও পড়ুন : উপকূল থেকে ৩৩৫ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় সিত্রাং
এতে জানানো হয়, আগামী ২৬ অক্টোবর রাত ১২টা পর্যন্ত তারা শিডিউল অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশে বলা হয়, কর্মকর্তা-কর্মচারীরা ডিউটি রোস্টার অনুযায়ী মন্ত্রণালয়ের এনডিআরসিসিতে দায়িত্ব পালন করবেন এবং এসময়ে ঘটমান ঘূর্ণিঝড়ের তথ্য সংগ্রহ করে এনডিআরসিসির সংশ্লিষ্ট রেজিস্টারে লিপিবদ্ধ করবেন ও সচিব বরাবর প্রতিবেদন দাখিল করবেন। এনডিআরসিসির কর্মকর্তা-কর্মচারীরা আগের মতো যথারীতি দায়িত্ব পালন করবেন।
এসএইচআর/এসএসএইচ