বিমানে টিকিট সিন্ডিকেটের অভিযোগ, দুদকের অভিযান
অসাধু কর্মকর্তা ও ট্রাভেল এজেন্সির যোগসাজশে সিন্ডিকেট করে বাংলাদেশ বিমানের টিকিটের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১২ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করে দুদক টিম।
সংস্থাটির সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার নেতৃত্ব উপ-সহকারী পরিচালক হাবিবুর রহমান ও রোকনুজ্জামান রোকনের সমন্বয়ে গঠিত একটি টিম এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।
অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও টিকিট বিক্রি সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করে টিম। যা যাচাই-বাছাই করছে বলে জানা গেছে।
এ বিষয়ে দুদকের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে এজেন্সির যোগসাজশে টিকিট সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করেছে। টিম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে বিপণন ও বিতরণ বিভাগে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করে। ঢাকা-গুয়াংজু ফ্লাইটের টিকিট বিক্রি সংক্রান্ত প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে। এছাড়াও অভিযোগ সংশ্লিষ্ট কয়েকটি এজেন্সির সঙ্গেও কথা বলে এনফোর্সমেন্ট টিম।
ঢাকা-গুয়াংজু ফ্লাইটের টিকিট বিক্রি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে টিকিট সিন্ডিকেটের অভিযোগ রয়েছে।
আরএম/এসকেডি