শরতের সাদা মেঘ নামতে পারে বৃষ্টি হয়ে
শরতের স্বচ্ছ নীল আকাশে ভেলার মতো ভেসে বেড়াচ্ছে সাদা মেঘ। তবে এই মেঘ ভারি হয়ে যেকোন সময় রাজধানীর পথঘাট ভিজে একাকার হয়ে যেতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
মঙ্গলবার (১১ অক্টোবর) আবহাওয়াবিদ এস এম কামরুল হাসান ঢাকা পোস্টকে এ তথ্য জানান।
কামরুল হাসান বলেন, আজ দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি এক থেকে দুই পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে যে একটানা দীর্ঘ সময় বৃষ্টিপাত হবে, সেটির সম্ভাবনা কম।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পার। এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
অন্যদিকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আজকে ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার রয়েছে। যা দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে বইছে। এই গতিবেগ অস্থায়ীভাবে দমকা হওয়ার মতো ২৫ থেকে ৩০ কিলোমিটার বেগেও বইতে পারে।
আজকে ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৬ মিনিটে।
এমএইচএন/এসএম