জাতীয় অভিযোজন পরিকল্পনা ফেরত পাঠাল মন্ত্রিসভা
মন্ত্রিসভার বৈঠকে জাতীয় অভিযোজন পরিকল্পনা (২০২৩-২০৫০) এর খসড়া অনুমোদনের জন্য উপস্থাপন করেছিল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। তবে এটিকে যুগোপযোগী করতে ফেরত পাঠিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১০ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এটা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে এসেছে। এসডিজি ২০৩০, ভিশন ২০৪১, ডেল্টা প্ল্যান ২১০০ এবং আন্তর্জাতিক যে প্রতিশ্রুতি আছে, সেই অনুযায়ী আমাদের একটা জাতীয় অভিযোজন পরিকল্পনা করতে হয়, এটা তারা আজ উপস্থাপন করেছিলেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এখানে ৯০টি উচ্চ অগ্রাধিকার এবং ২৩টি মধ্য অগ্রাধিকার দিয়ে একটা প্ল্যান-প্রোগ্রাম উপস্থাপন করেছেন এবং এটি বাস্তবায়ন করতে প্রায় ২৩০ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ প্রয়োজন হবে ২০৫০ সাল পর্যন্ত। কেবিনেট এটা দেখে বলেছে, আরেকটু মোডিফিকেশন (যুগোপযোগী) করতে হবে। আজকের জন্য ফেরত দিয়ে দিয়েছে। মোডিফিকেশন করে তারপর নিয়ে আসতে হবে।
এসএইচআর/এসকেডি