বৌদ্ধ ভিক্ষুর বিরুদ্ধে পাহাড়ি সচেতন ছাত্রদের মানববন্ধন
চট্টগ্রামের রাউজানের অগ্রাসার বৌদ্ধ অনাথালয়ের পরিচালক ভিক্ষু সুমিতানন্দ লেলিন ভান্ত কর্তৃক এনুছাই মারমা নামের এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে পাহাড়ি সচেতন ছাত্ররা। তারা অবিলম্বে ওই ভিক্ষুর শাস্তির দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এ দাবি জানান বক্তারা।
মানবাধিকার কর্মী উথোয়াইও মারমা বলেন, গত ২১ সেপ্টেম্বর এনুছাই মারমাকে ধর্ষণের পর হত্যা করে অনাথালয়ের পরিচালক লেলিন ভান্তে। কিন্তু তারা সেটিকে প্রেমঘটিত আত্মহত্যা বলে চালিয়ে দেয়। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, এনুছাইয়ের নাক দিয়ে রক্ত পড়ছিল, তার ডান হাত, মুখ ও চোখে দাগ ছিল। রুমের মেঝেতেও রক্তের ছোপ ছোপ দাগ।
তিনি বলেন, ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য আশ্রম কর্তৃপক্ষ সেদিন তার বাবা-মাকে পুলিশের সামনে বলতে বাধ্য করেছিল এ ঘটনায় আমরা কোনো বিচার চাইনা। এমনকি তারা ময়নাতদন্ত না করার জন্যও চাপ দিয়েছিল। আমরা অবিলম্বে ধর্ষণ ও হত্যার দায়ে সুমিতানন্দ লেলিন ভান্তের শাস্তি দাবি করছি।
এনুছাই রাঙ্গামাটি জেলার রাজস্থলি উপজেলার পশ্চিম তাইতং পাড়ায় বাসিন্দা। সমাবেশে উপস্থিত ছিলেন নিংশৈমং মারমা, যুইহালাচিং প্রমুখ।
আইবি/ওএফ