চসিক স্বাস্থ্য বিভাগের হারানো জৌলুস ফিরিয়ে আনা হবে: রেজাউল
সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর সময়কালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্বাস্থ্য বিভাগের জৌলুসের সময় ছিল। স্বাস্থ্য বিভাগের সেই হারানো জৌলুস আবারো ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন চসিক মেয়র এম. রেজাউল করিম চৌধুরী।
মঙ্গলবার (২ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরীর সদরঘাট সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে টিকা নেওয়া শেষে মেয়র রেজাউল করিম এ কথা বলেন। তিনি বলেন, আমি নগরের অভিভাবক হিসেবে টিকা নিয়েছি, আপনারাও নিয়ম মেনে টিকা নিন। বিশ্বের বিভিন্ন ক্ষমতাধর রাষ্ট্র যেখানে এখনো টিকা পায়নি, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তায় বাংলাদেশ টিকা পেয়েছে। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়।
এ সময় করোনা টিকা নিয়ে গুজবে কান না দেওয়ার আহবান জানিয়ে মেয়র বলেন, টিকা নিয়ে কোনো গুজবে কান দিবেন না। যারা গুজব ছড়াচ্ছে তারাও নিয়মিত টিকা নিচ্ছেন।
মেয়রের টিকা নেওয়ার সময় সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আখতার চৌধুরী, ১৫ নং বাগনিরাম ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, হাসপাতালের ইনচার্জ ডা. দিপা চাকমাসহ চসিক স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেয়র টিকা গ্রহণ শেষে চসিক স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে টিকাদানের বিষয়ে আলোচনা করেন। এসময় জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় প্রথম ধাপে এক লাখ ৪৪ হাজার টিকা পাঠানো হয়।
কেএম/ওএফ