পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রামের ডিসি-এসপি
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার। জেলা প্রশাসক মোহা. মমিনুর রহমান রোববার (২ অক্টোবর) বিকেলে হাটহাজারিতে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ।
পরিদর্শনকালে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার পাশাপাশি সিসি ক্যামেরা লাগানোয় জেলা প্রশাসক সন্তোষ প্রকাশ করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরা স্ব স্ব এলাকার পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করবেন বলে জেলা প্রশাসককে অঙ্গীকার করেন।
জেলা প্রশাসক মোহা. মমিনুর রহমান বলেন, পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষার্থে পর্যাপ্ত পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক কাজ করছে। এছাড়া আনসার বাহিনীকে সার্বক্ষণিক দায়িত্ব পালনে নির্দেশনা দেওয়া হয়েছে।
পরে চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ হাটহাজারী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এর আগে তিনি সীতাকুণ্ডের পূজামণ্ডপ পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে দিকনির্দেশনা দেন।
কেএম/এমএ