হালদা নদী থেকে ৩ হাজার মিটার জাল জব্দ
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে মা মাছ রক্ষায় অভিযান চালিয়েছে নৌ পুলিশ। অভিযানে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
রোববার (২ অক্টোবর) দুপুরে হালদা নদীর কদুরখিল এলাকায় এ অভিযান চালানো হয়। হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. এনামুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
আরও পড়ুন : নুরজাহান গ্রুপের পরিচালক টিপু সুলতান গ্রেপ্তার
ঢাকা পোস্টকে তিনি বলেন, অভিযানের সময় দাবিদারহীন অবৈধ সুতার আনুমানিক তিন হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।
তিনি বলেন, হালদা নদীর মা মাছ রক্ষায় ও প্রজননের সুরক্ষায় নৌ পুলিশের সদরঘাট নৌ থানা ও হালদা নৌ-ক্যাম্পের অভিযান অব্যাহত থাকবে।
কেএম/এসএসএইচ