নুরজাহান গ্রুপের পরিচালক টিপু সুলতান গ্রেপ্তার
নুরজাহান গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মেরিন ভেজিটেবল অয়েলস লিমিটেডের চেয়ারম্যান টিপু সুলতানকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। তিনি ঋণ খেলাপির ২০টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানী গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তারের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা।
তিনি বলেন, খুলশী থানার একটি টিম রাজধানী ঢাকার গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে মেরিন ভেজিটেবল অয়েলের চেয়ারম্যান টিপু সুলতানকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে খুলশী থানায় ৭টি সিআর সাজা, পাঁচলাইশ থানায় ৮টি সিআর সাজা ও ১টি সিআর, কোতোয়ালি থানায় ২টি সিআর সাজা ও ২টি সিআরসহ সর্বমোট ২০টি গ্রেপ্তারি পরোয়ানা আছে।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর চট্টগ্রাম অর্থ ঋণ আদালত সাউথইস্ট ব্যাংকের ২৬৮ কোটি টাকার খেলাপি ঋণ পরিশোধ না করায় নুরজাহান গ্রুপের এমডি জহির আহমেদ রতন এবং তার ভাই টিপু সুলতানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
কেএম/এসকেডি