জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন
দুর্গাপূজা উৎসব উদযাপনের তাৎপর্য আরও ভালোভাবে বোঝার জন্য বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন।
রোববার (২৫ সেপ্টেম্বর) তিনি ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন বলে এক বিজ্ঞপ্তিতে জানায় জাতিসংঘের ঢাকা অফিস।
জাতিসংঘের ঢাকা অফিস জানায়, আন্তর্জাতিক শান্তি দিবস (২১ সেপ্টেম্বর) উদযাপনের ধারাবাহিকতায় জাতিসংঘের আবাসিক দূতের সঙ্গে ইউনেস্কোর অফিসার ইনচার্জ ড. সুসান ভাইজ এবং ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ভ্যান নগুয়েনও ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান।
আরও পড়ুন: মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার ক্ষণগণনা শুরু
গত বছরের দুর্গাপূজা দুর্ভাগ্যবশত সহিংসতার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসিক সমন্বয়কারীর মন্দিরে যাওয়ার লক্ষ্য ছিল সাংস্কৃতিক বৈচিত্র্য ও সম্প্রীতির গুরুত্ব তুলে ধরা এবং এ বছর শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের প্রত্যাশা।
ঢাকেশ্বরী মন্দিরে গেলে গোয়েন লুইসকে অভ্যর্থনা জানানো হয়। এসময় তিনি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
এনআই/এসএসএইচ