মানবপাচারের দায়ে চারজন গ্রেপ্তার, বিপুলসংখ্যক পাসপোর্ট জব্দ
মানবপাচারের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের অন্যতম হোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য প্রমাণের ভিত্তিতে রোববার(২৫ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম এবং রাজধানীর গুলশান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব ৩ এর একটি দল। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় বিপুলসংখ্যক পাসপোর্ট।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৩ অধিনায়ক (সিও) লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
জেইউ/আরএইচ