বাংলাদেশ ইন্টারপার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত
বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পুলিশ একাডেমিস- ইন্টারপার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
মো. কামরুজ্জামান বলেন, বাংলাদেশ পুলিশের স্টাফ কলেজের ব্যবস্থাপনায় গতকাল থেকে শুরু হওয়া ১১তম ইন্টারপার বার্ষিক সম্মেলনের সাধারণ সভায় বাংলাদেশ সংগঠনটির কার্যকরী পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। বাংলাদেশ ছাড়াও এ নির্বাচনে কাতার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। বর্তমানে বিশ্বের ৬৩টি দেশ ইন্টারপার সদস্য। এর সদর দপ্তর তুরস্কে অবস্থিত।
সম্মেলনের দ্বিতীয় দিনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা সোশ্যাল ভিজিটের অংশ হিসেবে জাতীয় সংসদ, ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর এবং রাজারবাগে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিনিধিরা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
তিন দিনব্যাপী ১১তম ইন্টারপা বার্ষিক সম্মেলন গতকাল ঢাকায় শুরু হয়েছে।
এমএসি/আরএইচ