দুর্নীতি মামলার আসামি গ্রামীণ ব্যাংকের ২ কর্মকর্তাসহ চার জন
অর্থ আত্মসাতের অভিযোগে গ্রামীণ ব্যাংকের দুই কর্মকর্তাসহ চার জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১১ সেপ্টেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২ এ সংস্থাটির উপ-সহকারী পরিচালক সোমা হোড় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন— চট্টগ্রাম মিরসরাইয়ের বাসিন্দা সাহাবুদ্দিন, রতন কৃষ্ণ দে, গ্রামীণ ব্যাংকের মানিকগঞ্জের জয়মন্ডপ সিংগাইর শাখার সাবেক ম্যানেজার ও কাউন্দিয়া সাভার শাখার বর্তমান ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন তালুকদার ও ব্যাংকটির ময়মনসিংহের ত্রিশালের খাশ কাউলিয়া চৌহালী শাখার ব্যবস্থাপক মো. ছোলাইমান।
আরও পড়ুন: ‘ক্যাসিনো দেলু’র ১১ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা
মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রামীণ ব্যাংক হিসাব থেকে রতন কৃষ্ণ দে এবং সাহাবুদ্দিন পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে জাল রেকর্ড তৈরি করে শাখা ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন তালুকদার ও কর্মকর্তা ছোলাইমান ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের ৬ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করে। আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ১০৯/৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/৪২০ এবং ১৯৪৭ সালের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
আরএম/এসএসএইচ