হাটহাজারীতে যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নে রাস্তার পাশ থেকে মো. মারুফ সায়মুন নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে ধলই ইউনিয়নের খণ্ডলিয়া পাড়া এলাকা থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মৃত মো. মারুফ সায়মুন (২৪) ধলই ইউনিয়নের সোনাইপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। মারুফ পেশায় নির্মাণ শ্রমিক ও সাউন্ড বক্সের মেকানিক ছিলেন বলে জানা গেছে।
হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা ঢাকা পোস্টকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সায়মুন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাড়ি থেকে আনুমানিক আধা কিলোমিটার দূরে সড়কের ওপর মৃত অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন ছিলো। তবে কীভাবে মৃত্যু হয়েছে সেটি নিশ্চিতভাবে জানাতে পারেনি পুলিশ।
সায়মুনের মাথায় গুলি করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ময়নাতদন্ত শেষে বিষয়টি বলা যাবে। মরদেহ
ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কেএম/জেডএস