বিদ্যুৎ নিয়ন্ত্রণ কক্ষ থেকে কুর্মিটোলা হাসপাতালে আগুন

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রোববার রাত সাড়ে ১১টায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় রাত ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিজ্ঞাপন
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
এরশাদ ঢাকা পোস্টকে বলেন, হাসপাতালের নবম তলায় ৮০ বর্গ ফুটের একটি কক্ষে আগুন লাগে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ৯ম তলার বিদ্যুৎ নিয়ন্ত্রণ কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
বিজ্ঞাপন
এমএইচএন/এসকেডি