গোল্ডেন মনিরের সহযোগী রাজউক কর্মকর্তার অবৈধ সম্পদের খোঁজে দুদক
আলোচিত গোল্ডেন মনিরের সহযোগী ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন শরীফের অবৈধ সম্পদের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন।
অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর দুদকের প্রধান কার্যালয় থেকে তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরপরই সম্পদ যাচাই-বাছাইয়ে সংস্থাটির উপপরিচালক আহসানুল কবীর পলাশকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার (৩ আগস্ট) দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র এসব তথ্য জানা গেছে।
এর আগে ৪ জানুয়ারি বাড্ডার ডিআইটি প্রকল্পের প্লটসহ বিভিন্ন জমি আত্মসাতের চেষ্টা ও নথি গায়েবের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ছয় কর্মকর্তা-কর্মচারী ও গোল্ডেন মনিরসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। ওই মামলায় মো. নাসির উদ্দিন শরীফ অন্যতম প্রধান আসামি।
ওই মামলার আসামিরা হলেন- রাজউকের উপ-পরিচালক মো. দিদারুল আলম, অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন শরীফ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. আনোয়ার হোসেন, ঊর্ধ্বতন হিসাব সহকারী এস এম তৌহিদুল ইসলাম, কার্য তদারককারী কর্মকর্তা মো. আলাউদ্দিন সরকার ও রাজউক অফিস সহায়ক মো. পারভেজ চৌধুরী।
গত ৯ জানুয়ারি প্রায় ২২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আলোচিত মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে মামলা করে দুদক।
আরএম/এমএ