৬১ জেলা পরিষদ নির্বাচনের আপিল কর্তৃপক্ষ নিয়োগ ইসির
আসন্ন জেলা পরিষদ নির্বাচনের আপিল কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রত্যেক অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে আপিল কর্তৃপক্ষের দায়িত্ব দিয়েছে ইসি।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, তিন পার্বত্য জেলা বাদে ৬১টি জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক। আর আপিল কর্তৃপক্ষ হিসেবে থাকছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। কারো মনোনয়পত্র বাতিল বা গ্রহণ হলে অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে।
আতিয়ার রহমান আরও বলেন, জেলা পরিষদ বিধিমালা, ২০১৬ এর বিধি ১৫ অনুযায়ী নির্বাচন কমিশন এতদ্বারা উল্লিখিত বিধিমালার ১৪ বিধির অধীন রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে দায়ের করা আপিল মীমাংসার জন্য আপিল কর্তৃপক্ষ নিয়োগ করা হয়েছে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাই করবেন ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি হবে ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ হবে ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর।
এসআর/জেডএস