গ্যাসের চুলার লিকেজ থেকে আগুন : দগ্ধ আরও একজনের মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জ থানার জিনজিরা মান্দাইল এলাকায় গ্যাসের চুলার লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ শাহাদাত (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
তিনি ঢাকা পোস্টকে বলেন, কেরানীগঞ্জের জিনজিরা এলাকা থেকে দগ্ধ হয়ে ছয়জন আমাদের এখানে এসেছিলেন। তাদের মধ্যে শাহাদাত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ৬০২ নম্বর ওয়ার্ডে হাইডিপেনডেন্সি ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ৫২ শতাংশ দগ্ধ হয়েছিল। বাকি ৪ জন চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। এই নিয়ে শিশুসহ দুইজনের মৃত্যু হলো।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসাধীন অন্যরা হলেন হলেন— মোছা. বেগম (৬০), মোছা. সনিয়া (২৬), মো. ইয়াসিন (১২),ও ইদুনী বেগম (৫০)।
এসএএ/এসকেডি