আকরাম খানের বাসার গৃহকর্মীর মরদেহ উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফ্যাসিলিটিজ বিভাগের প্রধান আকরাম খানের বাসার গৃহকর্মীর মরদেহ উদ্ধার হয়েছে। নিহত গৃহকর্মীর নাম মোছা. সাহিদা (২৫)। রাজধানীর মহাখালীর বাসার পেছন থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে ঘটনাস্থলে যায় কাফরুল থানা পুলিশ। মরদেহ উদ্ধারের ঘটনায় কাজ করছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসিব।
এসআই হাসিব বলেন, মহাখালীতে আকরাম খানের বাসায় গৃহকর্মীর মরদেহ পাওয়া গেছে। নারী পুলিশ সদস্যরা মরদেহের সুরতহাল তৈরি করছেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।
মরদেহটি আকরাম খানের বাসার কাজের মেয়ে কি-না জানতে চাইলে এসআই হাসিব বলেন, আকরাম খানও আমাদের সঙ্গে আছেন। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।
পুলিশ জানিয়েছে, গৃহকর্মীর মরদেহ আকরাম খানের বাসার পেছনের রাস্তা থেকে পাওয়া যায়। প্রায় এক ঘণ্টা ধরে রাস্তার মধ্যে পড়েছিল। কীভাবে ওই গৃহকর্মীর মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। মৃত্যুর আসল কারণ ময়নাতদন্তের মাধ্যমে জানা যাবে।
এমএসি/ওএফ