মাছের ট্রাকে ইয়াবার চালান কক্সবাজার থেকে ঢাকায়
কক্সবাজার থেকে মাছ পরিবহনের আড়ালে ঢাকায় আনা হচ্ছিল ইয়াবা। দীর্ঘদিন ধরে এভাবেই চলছিল। শেষ পর্যন্ত ট্রাকচালক-হেলপার ধরা পড়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে।
রোববার (২৮ আগস্ট) তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে মাছবোঝাই ওই ট্রাক থেকে (ঢাকা মেট্রো- ড- ১৪-০৭১৯) চার হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, মো. জসিম উদ্দিন (৩৫) ও তার সহযোগী মো. ইছাক (২৬)। তাদের দেহ ও ট্রাক তল্লাশি করে ওই ইয়াবা জব্দ করা হয়।
ডিএনসি জানায়, কক্সবাজার থেকে মাছ পরিবহনের ট্রাকে করে ঢাকা ইয়াবা আনা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাছ পরিবহনের আড়ালে ইয়াবা পরিবহন করে আসছিলেন।
অন্যদিকে, আজ (রোববার) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ডিএনসির আরেক অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মো. কামরুল হাসান (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকায় নয়ন পাটোয়ারীর (৩৫) বাসা থেকে সাত হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা করা। অভিযানের খবর পেয়ে নয়ন পালিয়ে যেতে সক্ষম হন।
কামরুল ও নয়ন টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকাসহ দক্ষিণাঞ্চলের জেলায় সরবরাহ করে আসছিলেন। পলাতক নয়নকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ডিএনসি কর্মকর্তারা।
ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, পৃথক দুটি অভিযানে মোট ১১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেপ্তার ও একটি ট্রাক জব্দ করা হয়।
জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৩৩ লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
জেইউ/আরএইচ