গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানে সোচ্চার ছিলেন মাহবুব তালুকদার
সাবেক জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে গণঅধিকার পরিষদ।
বুধবার (২৪ আগস্ট) রাতে পাঠানো এক শোক বার্তায় গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুর গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শোক বার্তায় নেতারা বলেন, কর্মজীবনে তিনি সুনামের সঙ্গে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বিনা ভোটের সরকারের কর্তৃত্ববাদী শাসনামলে দেশের গণতন্ত্রের ভঙ্গুর অবস্থায় শাসকগোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানে সব সময় সোচ্চার ভূমিকা পালন করেছেন।
তারা আরও বলেন, তার মৃত্যুতে জাতি একজন প্রকৃত দেশ প্রেমিক, সৎ-সাহসী, গুণী মানুষকে হারাল। এ ক্ষতি অপূরণীয়। আমরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি।
উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক এ নির্বাচন কমিশনার। তার বয়স হয়েছিল ৮০ বছর। মাহবুব তালুকদার ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
এইচআর/এসকেডি