হাফ ভাড়া দাবিতে বনানীর সড়কে শিক্ষার্থীরা
বাসে হাফ ভাড়া কার্যকরের দাবিতে বনানীর সড়কে নেমেছেন শিক্ষার্থীরা। তারা বনানীর কামাল আতাতুর্ক সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে তারা সড়কে অবস্থান নেন। হাফ ভাড়ার দাবিতে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজসহ স্থানীয় কয়েকটি কলেজের শিক্ষার্থীরা রয়েছেন।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া অন্যতম শিক্ষার্থী মুজাহিদ হাসান জানান, আমরা দীর্ঘদিন ধরে এই দাবি করছি। গুলশান, বনানী, নতুনবাজার রোডে যে বাসগুলো চলাচল করে তারা শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয় না। বরং দুই থেকে আড়াই কিলোমিটার পথের জন্য ৩০ টাকা দাবি করে। হাফ ভাড়া দিতে চাইলে তারা খারাপ আচরণ করে। আমরা সেই হাফ ভাড়া কার্যকরের দাবিতে অবস্থান নিয়েছি। দাবি মানা না হলে আমরা আন্দোলনে যাব।
এ বিষয়ে জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া ঢাকা পোস্টকে বলেন, শিক্ষার্থীরা হাফ ভাড়ার দাবিতে সড়কের পাশে অবস্থান করছে। আমরা বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। বাসগুলো দাবি করছে, তারা নাকি শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয়। তারপরও আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি।
এআর/জেডএস