ইনডিপেনডেন্ট টিভির সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১
ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রিভারসাইড হাসপাতালের রিসেপশনিস্ট রহমতুল্লাহ মোহনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে কামরাঙ্গীরচর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১২ আগস্ট) দুপুরে কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রিভারসাইড হাসপাতালের রিসেপশনিস্ট রহমতুল্লাহ মোহনকে গ্রেপ্তার করা হয়েছে। মোহন ঘটনার দিন খবর পেয়ে এসপিএ ডায়াগনস্টিক সেন্টারে আসে। উসমানীর নির্দেশে তিনি সাংবাদিক মিসবাহ ও সাজুর ওপর হামলা চালান।
এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান।
এর আগে মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে কামরাঙ্গীরচরের এসপিএ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনের সময় ইনডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক হাসান মিসবাহ ও ক্যামেরাপার্সন সাজু মিয়ার ওপর হামলা ও মারধর করা হয়।
মূলত চিকিৎসা ব্যবস্থায় অব্যবস্থাপনা সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের ওপর হামলা করা হয়। এ সময় এসপিএ ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে মিলন নামে এক এসআই তাদের মারধর করে। পরে থানা থেকে পুলিশ গিয়ে মিসবাহ ও সাজুকে উদ্ধার করে।
এমএসি/এমএইচএস