মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী নজরুল গ্রেপ্তার
যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। রোববার (৭ আগস্ট) রাজধানীর শাহ আলী থানায় বিশেষ অভিযান পরিচালনা তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (৮ আগস্ট) এটিইউ’র পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ আসলাম খান বলেন, শাহ আলী থানা এলাকা থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১, (মামলা নম্বর-১১) এর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।
গ্রেপ্তারের বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা থানার নয়ালতলা গ্রামে। তিনি মিরপুর-১ নম্বরে একটি বাড়িতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
এটিইউ’র পুলিশ সুপার বলেন, দীর্ঘ ৫ বছর পলাতক থাকার পর নজরুল ইসলামের অনুপস্থিতিতে বিজ্ঞ ট্রাইব্যুনাল চলতি বছরের ২৮ জুলাই রায় ঘোষণা করে। রায়ে নজরুল ও তার সহযোগীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩ এর ২, ৩ এর ৪ ধারায় মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যার অভিযোগ প্রমাণিত হয়।
রায়ে অন্যান্য আরও ৫ আসামির সঙ্গে পলাতক নজরুল ইসলামকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। গ্রেপ্তারের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলেও তিনি জানান।
এমএসি/এমএইচএস