কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
রাজধানীর মিরপুরের কাফরুল থানা এলাকায় বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোশারফ হোসেন (৪৮) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
সোমবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মোশারফ হোসেনের ছেলে হৃদয় ঢাকা পোস্টকে বলেন, আমার বাবা ইলেকট্রিকের কাজ করতেন। আজ বিকেলে আমাদের পাশের বাসার একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২য় তলা থেকে নিচে পড়ে যান বাবা। এতে তিনি গুরুতর আহত হন।
এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জানান আমার বাবা আর নেই।
হৃদয় আরও জানান, আমরা মিরপুরের কাফরুল থানার এক নম্বর লেনের বি ব্লকের ২১ নম্বর বাসায় থাকি। আমরা এ এলাকার স্থানীয় বাসিন্দা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা কাফরুল থানাকে জানিয়েছি।
এসএএ/জেডএস