চট্টগ্রামে করোনা শনাক্ত কমেছে
চট্টগ্রামে করোনা শনাক্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ৮৮ শতাংশ। বৃহস্পতিবার (২৮ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী বলেন, ১২টি ল্যাবে ২৫৩টি নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৮ জন নগরের বাসিন্দা। বাকিদের মধ্যে বাঁশখালীতে একজন, আনোয়ারায় একজন, কর্ণফুলীতে একজন, রাউজানে দুই জন, ফটিকছড়িতে একজন ও মীরসরাইয়ে একজন রয়েছেন।
বৃহস্পতিবার (২৭ জুলাই) চট্টগ্রামে ৩১ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।
আরও পড়ুন: করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ৬২৬
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৪৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯৩ হাজার ৬৫২ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
কেএম/এসএসএইচ