হালদা নদীতে দুই দিনে বড় দুই মাছের মৃত্যু
প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে পর পর দুইদিন দুটি বড় মাছের মৃত্যু হয়েছে। সোমবার হালদা নদীর কাগতিয়া স্লুইস গেট এলাকা থেকে ৯ কেজি ১০০ গ্রাম ওজনের ও আজ গড় দুয়াড়ার নয়াহাট থেকে ১২ কেজি ২৬০ গ্রাম ওজনের একটি মৃত কাতল মাছ উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সারা দেশে যখন উৎসবমুখর পরিবেশে মৎস্য পক্ষ উদযাপিত হচ্ছে, দেশের সর্বত্র দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধি নিয়ে আলোচনা হচ্ছে, তখন হালদা নদীতে পরপর দুইদিন দুটি ব্রুড (প্রজননে পরিপক্ক) মাছের মৃত্যু খুবই অপ্রত্যাশিত।
• আরও পড়ুন : পদ্মার এক ঢাই মাছ ২০ হাজারে বিক্রি
তিনি জানান, গতকাল যে মৃত মাছটি পাওয়া গেছে সেটির দৈর্ঘ্য ২ ফুট ১০ ইঞ্চি এবং উচ্চতা ১০ ইঞ্চি। আর আজ সকালে পাওয়া মাছটির দৈর্ঘ্য ৩ ফুট ২ ইঞ্চি এবং উচ্চতা ১ ফুট।
কেএম/এনএফ