এনআইডির সঙ্গে আরও ৪ প্রতিষ্ঠানের চুক্তি
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে নতুন করে আরও চারটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় মানবাধিকার কমিশন।
সোমবার (২৫ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এসময় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন- জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন, পরিচালক (অপারেশন) মো. শাহেদুন্নবী চৌধুরী, পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আজিজুল ইসলাম, সহকারী পরিচালক (বৈধ ও সঠিকতা যাচাইকরণ) মুহা. সরওয়ার হোসেন প্রমুখ।
এনআইডি জানায়, নির্বাচন কমিশনে (ইসি) সংরক্ষিত থাকা তথ্য-উপাত্ত যাচাই সংক্রান্ত সেবা নিচ্ছে ১৬৪টি প্রতিষ্ঠান। এরমধ্যে সরকারি প্রতিষ্ঠান, মোবাইল কোম্পানি, বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা প্রতিষ্ঠান ও মোবাইল ফাইন্যান্সিয়াল কোম্পানি রয়েছে।
ইসির দেওয়া তথ্য মতে, বর্তমানে ৪৬টি সরকারি প্রতিষ্ঠান, ৬টি মোবাইল কোম্পানি, ৬৩টি বাণিজ্যিক ব্যাংক, ২৮টি আর্থিক প্রতিষ্ঠান, ৫টি বিমা প্রতিষ্ঠান, ৮টি মোবাইল ফাইন্যান্সিয়াল কোম্পানি এবং অন্যান্য ৪টি প্রতিষ্ঠান ইসিতে থাকা তথ্য-উপাত্ত যাচাই সংক্রান্ত সেবা নিচ্ছে। এতদিন ১৬০টি প্রতিষ্ঠান ইসির কাছ থেকে এই সেবা নিতো। আজকের চুক্তির মাধ্যমে এনআইডি’র সেবা গ্রহীতার সংখ্যা দাঁড়াল ১৬৪টি।
ইসির পক্ষে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) মো. আব্দুল মমিন সরকার চুক্তিপত্রে স্বাক্ষর করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে উপসচিব (বাজেট) ডা. মো. আসাদুজ্জামান, বাংলাদেশ রেলওয়ের পক্ষে অতি. সিএসটিই সৈয়দ মো. শাহিদুজ্জামান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষে যুগ্মসচিব মো. হেমায়েত হোসেন এবং জাতীয় মানবাধিকার কমিশনের সচিব (যুগ্মসচিব) নারায়ণ চন্দ্র সরকার এতে স্বাক্ষর করেন।
এসআর/এমএইচএস