সাংবাদিককে ইউএনওর গালাগাল : তদন্তের নির্দেশ বিভাগীয় কমিশনারের
সাংবাদিককে টেকনাফের ইউএনওর গালাগালের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন।
রোববার (২৪ জুলাই) রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মিজানুর রহমান।
তিনি বলেন, টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তার ঘটনা তদন্ত করতে বিভাগীয় কমিশনার আমাকে নির্দেশ দিয়েছেন। অফিসিয়াল একটি তদন্ত করতে বলেছেন। তদন্ত শেষ করে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন।
২১ জুলাই ‘নিচু জায়গায় নির্মাণ করা উপহারের ঘর পানিতে ভাসছে’ শিরোনামে ঢাকা পোস্টে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদনের জেরে ওইদিন রাত পৌনে ১০টার দিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরু তার অফিসিয়াল নম্বর থেকে ঢাকা পোস্টের কক্সবাজার প্রতিনিধি সাইদুল ফরহাদকে কল করেন। এ সময় তিনি অকথ্য ভাষায় ওই সাংবাদিককে গালিগালাজ করেন।
পরে ২২ জুলাই দুপুরে হিলডাউন সার্কিট হাউসে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের উদ্যোগে কক্সবাজার প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়সার খসরু ঢাকা পোস্টের কক্সবাজার জেলা প্রতিনিধির কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।
এদিকে বিষয়টি নজরে আসায় হাইকোর্ট জানতে চেয়েছেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরুর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিককে এ তথ্য আদালতকে জানাতে বলা হয়েছে।
কেএম/আরএইচ