কমলাপুরে রনির সঙ্গে ডা. জাফরুল্লাহর অবস্থান
রেলের অব্যবস্থাপনা নিয়ে আন্দোলন করা মহিউদ্দিন রনির দাবির সঙ্গে সহমত জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। রোববার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে রনিকে দেখতে যান তিনি।
পরে রনিকে সঙ্গে নিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাইলে রেলওয়ে পুলিশ তাকে বাধা দেয়। এসময় জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের বলেন, আমি স্টেশন ম্যানেজারকে মেসেজ করেছি। তিনি এ পর্যন্ত রিপ্লাই দেননি। তার সঙ্গে দেখা না করে আমি যাব না। আমি এখানে অবস্থান করব।
>>আরও পড়ুন : আন্দোলনরত রনিকে প্রশ্ন করে ধাওয়া খেলেন আ.লীগ কর্মী
এ বিষয়ে আন্দোলনকারী মহিউদ্দিন রনি বলেন, আমাকে ঢুকতে দেয়নি ভালো কথা। কিন্তু দেশের একজন মুক্তিযোদ্ধাকে আটকে দিল কেন তারা?
এর আগে বিকেল ৪টার দিকে স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করতে আসেন রনিসহ অন্য শিক্ষার্থীরা। তবে তারা ঢুকতে পারেননি। তাদের স্টেশনের ভেতরে ঢুকতে না দিতে সব ফটকের সামনে অবস্থান নেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা।
তারা সবগুলো ফটক বন্ধ করে দেন। তবে টিকিট দেখিয়ে সাধারণ যাত্রীদের স্টেশনের ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।
এমএইচএন/আরএইচ