রক্তদাতাদের আরও বেশি ভূমিকা রাখার আহ্বান
বাংলাদেশ ব্লাড ডোনার ক্লাবের ২য় বর্ষপূর্তিতে মানবতার কল্যাণে রক্তদাতাদের আরও বেশি ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার (২২ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, যারা অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে দৌড়েছেন তারা সবাই বুঝেন এর ভোগান্তি কেমন। আর যেসব রোগীদের ব্লাডের প্রয়োজন হয়, সেই মুহূর্তে একজন ব্লাড ডোনার রোগীর এবং রোগীর স্বজনদের মুখে হাসি ফোটাতে পারেন। তারাই এমন ঋণের কথা সবসময় মনে রাখেন রোগীর স্বজনরা। তাদের এমন মানবিক উদ্যোগের কারনে কিন্তু একজন রোগী অনেক সময় সুস্থ হয়ে উঠতে পারেন। এমন বিপদের সময় যে ব্লাড ডোনাররা পাশে দাঁড়ান, তাদের প্রতি কৃতজ্ঞতা বলে শেষ করা যাবে না। তাই সরকারের প্রতি আমরা আহ্বান জানিয়ে বলতে চাই, ব্লাড ডোনারদের একটি ডাটাবেজ তৈরি করার উদ্যোগ নেওয়া হোক। তাহলে এতে সবাই উপকৃত হতে পারবেন। আর ব্লাড ডোনাররাও মানবতার সেবায় আরও বেশি এগিয়ে আসতে পারবেন।
আয়োজকরা বলেন, সারা বাংলাদেশে বিগত দুই বছর ধরে ২৪ হাজার অসুস্থ রোগীদের বিনামূল্যে রক্ত সরবরাহ করেছেন বাংলাদেশ ব্লাড ডোনার ক্লাবের সদস্যরা। আমরা মানবতার সেবায় আরও বেশি এগিয়ে যেতে চাই। সেই লক্ষ্যে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি।
বাংলাদেশ ব্লাড ডোনার ক্লাবের পরিচালক মহিবুল্লাহ মুহিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, এইচএম সমরিতা মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম, বাংলাদেশ ব্লাড ডোনার ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. আফতাব ইউসুফ রাজ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মীর মোহাম্মদ জসিম প্রমুখ।
এএসএস