কেরানীগঞ্জে নানা বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিশু
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে এক শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
অভিযুক্তের নাম মো. ইমাম হোসেন (৩৫)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল গত শনিবার (১৬ জুলাই) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন খালপাড় বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
মামলা সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকার বাসিন্দা গত ৯ জুলাই ঈদ উপলক্ষে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ বেড়াতে যান। তার এক আত্মীয়ের বাসা শ্বশুরবাড়ির পাশাপাশি থাকায় তিনি, তার স্ত্রী ও সন্তানরা প্রায়ই সেখানে যাওয়া-আসা করেন। গত ১৪ জুলাই দুপুর ১২টার দিকে তার ভুক্তভোগী মেয়েও সেই আত্মীয়ের বাসায় বেড়াতে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায় বিকাল ৪টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন সাহেব গলি মার্কেটের পাশে অসুস্থ অবস্থায় ওই শিশুকে উদ্ধার করা হয়।
পরবর্তীতে ভিকটিম তার মাকে জানায়, আত্মীয়ের বাসা থেকে নানা বাড়িতে ফেরার পথে খেজুরবাগ সাহেব গলি এলাকায় অজ্ঞাত ব্যক্তি তাকে শারীরিক নির্যাতন করে। পরে তাকে ঢাকা মেডিকেলের ওসিসিতে তাকে ভর্তি করা হয়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব বলেন, এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তির নামে একটি ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুর বাবা।
ওই মামলার ছায়া তদন্ত শুরু করে র্যাব-১০। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়।
মামলার সিডিআর সূত্রে জানা যায়, এই মামলা ছাড়াও অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে ১টি মামলা, ডাকাতি প্রস্তুতির ১টি মামলা ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা রয়েছে। গ্রেপ্তার ইমামকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জেইউ/এসকেডি