হালদা থেকে মৃত ডলফিন উদ্ধার
চট্টগ্রামের হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে নদীর সঙ্গে সংযুক্ত রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গহিরা এলাকার বুড়িসর্তা খাল থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বুড়িসর্তা খালের মুখ থেকে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়েছে। ডলফিনটি লম্বায় ৮ দশমিক ৫ ফুট। এর ওজন প্রায় ১২০ কেজি।
মনজুরুল কিবরিয়া বলেন, ডলফিনটি পচে যাওয়ায় মৃত্যুর কারণ নির্ধারণ করা বা জানা সম্ভব হয়নি।
তিনি জানান, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত হালদা নদী থেকে ৩৬টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত বিপন্ন প্রজাতির মিঠাপানির কিছু ডলফিন এখনো হালদা নদীতে রয়েছে।
কেএম/এমএইচএস