এলএসডি মিশ্রিত ৯৬ স্ট্রিপ জব্দ, মূলহোতা গ্রেপ্তার
রাজধানী থেকে লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড (এলএসডি) মিশ্রিত ৯৬ পিস রঙ্গিন প্রিন্টেড ব্লট পেপার স্ট্রিপ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়। এ সময় এই চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৬ জুলাই) সকালে ঢাকা মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সুব্রত সরকার বলেন, দীর্ঘদিন নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভয়ঙ্কর মাদক এলএসডি মিশ্রিত ৯৬ পিস রঙ্গিন প্রিন্টেড ব্লট পেপার স্ট্রিপ জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় চক্রের মূলহোতাকেও।
প্রাথমিকভাবে গ্রেপ্তারের নাম ঠিকানা জানা যায়নি। তবে আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।
এমএসি/এমএইচএস