২ মিনিটেই অগ্রিম টিকিট পেয়ে গেলেন তারা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির ৫ম ও শেষ দিন আজ। মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৮টায় শুরু হয় টিকিট বিক্রি। আজ দেওয়া হচ্ছে ৯ জুলাইয়ের অগ্রিম টিকিট। শেষ দিনে বেশ কয়েকটি কাউন্টারই ৯টার পর ফাঁকা হয়ে যায়।
সকাল সাড়ে ৯টার দিকে কাউন্টারগুলোতে ঘুরে দেখা যায়, ঢাকা-লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস, পঞ্চগড়গামী স্পেশাল ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস, দিনাজপুরের দ্রুতযান এক্সপ্রেসের কাউন্টারগুলো প্রায় ফাঁকা। দুএকজন যারা আসছেন, তারা সঙ্গে সঙ্গে টিকিট পেয়ে যাচ্ছেন। তবে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ও নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের লাইনে কিছুটা ভিড় দেখা গেছে।
বেসরকারি চাকরিজীবী রাশেদ ইকবাল বলেন, আমি অনলাইনে চেক করে দেখলাম টিকিট আছে। তাই সকাল সাড়ে ৮টার দিকে আসলাম। এরপর ধীরেসুস্থে কাউন্টারে আসলাম। এখানে এসে দুই মিনিটেই টিকিট পেয়ে গেলাম।
আরও পড়ুন : ট্রেন আসতে দেরি হওয়ায় ছাড়তে দেরি হয়েছে : স্টেশন ম্যানেজার
বেসরকারি একটি কলেজের শিক্ষার্থী আহনাফ বলেন, আমি রংপুর যাব। তাই রংপুর এক্সপ্রেসের লাইনে দাঁড়িয়েছিলাম। কিন্তু তারা জানাল পাবনার চাটমোহর পর্যন্ত টিকিট আছে। তাই দ্রুতযান এক্সপ্রেসে রাতের টিকিট হলেও কাটতে হয়েছে। জানি না ঈদের নামাজ ধরতে পারব কি না।
তিনি বলেন, এই কাউন্টারের লাইন ফাঁকাই ছিল। আমি এসে সঙ্গে সঙ্গেই টিকিট পেয়ে গেছি।
দ্রুতযান এক্সপ্রেসের কাউন্টারে গিয়ে দেখা যায়, লাইন পুরো ফাঁকা। কাউন্টারের টিকিট বিক্রেতা নাহিদ সুলতানা বলেন, টিকিট বিক্রির অন্য দিনগুলোতে এই সময়েও প্রচুর মানুষ থাকে। কিন্তু আজ আমাদের হাতে পর্যাপ্ত টিকিট থাকলেও যাত্রী নেই। ৯ তারিখ রাতের টিকিট আছে আমাদের কাছে। ১০ তারিখ ঈদ, সেজন্য হয়তো অনেকে টিকিট নিচ্ছেন না।
এবারের ঈদযাত্রায় অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে ৬টি স্টেশনে। সমগ্র উত্তরাঞ্চলগামী আন্তঃনগর ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ঈদ স্পেশাল ট্রেনের টিকিট মিলবে ঢাকা (কমলাপুর) রেলস্টেশনে। রাজশাহী ও খুলনাগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে ঢাকা (কমলাপুর) শহরতলী প্ল্যাটফর্মে। চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনের কাউন্টারে। ময়মনসিংহ, জামালপুর, দেওয়ানগঞ্জগামী সব আন্তঃনগর ট্রেন ও দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ট্রেনের টিকিট বিক্রি হবে তেজগাঁওয়ে। মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি হবে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে, সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে ফুলবাড়িয়ায় এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (পঞ্চগড়) এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি করা হবে জয়দেবপুর স্টেশনে।
ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে ৬ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। সেগুলো হলো- দেওয়ানগঞ্জ স্পেশাল, চাঁদপুর স্পেশাল ১, ২, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (পঞ্চগড়) ঈদ স্পেশাল, শোলাকিয়া স্পেশাল ১, ২।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, আজ ৫ জুলাই দেওয়া হয়েছে ৯ জুলাইয়ের টিকিট। এছাড়া ১১ জুলাইয়ের ট্রেনের ফিরতি টিকিট ৭ জুলাই, ১২ জুলাইয়ের টিকিট ৮ জুলাই, ১৩ জুলাইয়ের টিকিট ৯ জুলাই এবং ১৪ ও ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে ১১ জুলাই। অনলাইন টিকিটের অর্ধেক ওয়েবসাইটে এবং অর্ধেক অ্যাপে বিক্রি করা হচ্ছে।
এএজে/আইএসএইচ