বংশালে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪
রাজধানীর বংশালে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শনিবার (২৫ জুন) ভোরে আগা সাদেক রোডে এ ঘটনা ঘটে।
দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যায় ফায়ার সার্ভিস। দগ্ধরা হলেন- ইসরাফিল (৬২), সালমা বেগম (৫০), শাহজাদী আক্তার (৩৫) ও ইমরান হোসেন (২৮)।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি ঢাকা পোস্টকে বলেন, সকালে চার জন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছেন। এদের মধ্যে ইসরাফিল ৩৭ শতাংশ, সালমা বেগম ৪৯ শতাংশ, শাহজাদী আক্তার ৩৮ শতাংশ ও ইমরান হোসেন ২০ শতাংশ দগ্ধ হয়েছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
দগ্ধ ইসরাফিলের ভাতিজা তারেক ঢাকা পোস্টকে বলেন, ভোরে বিকট শব্দে বিস্ফোরণে দুই পাশের বিল্ডিংয়ের দেওয়াল ভেঙে পড়ে এবং তারা দগ্ধ হন। পরে ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্নে নিয়ে যায়। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
কীভাবে বিস্ফোরণ হয়েছে সে বিষয়ে কিছু বলতে পারছি না। বিষয়টি ফায়ার সার্ভিস তদন্ত করছে বলেও জানান তিনি।
এসএএ/এমএইচএস