বিএম ডিপো থেকে আরও ২ মরদেহের অংশবিশেষ উদ্ধার, মোট নিহত ৪৬
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপো থেকে আরও দুই জনের মরদেহের অংশবিশেষ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (৮ জুন) সন্ধ্যার দিকে ডিপো থেকে মরদেহ দুটির দেহাবশেষ উদ্ধার করা হয়।
এরমধ্যে একটি মরদেহ ও একটি মাথার খুলি উদ্ধার করা হয়েছে। ফলে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬ জনে।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার।
পুলিশ কর্মকর্তা আলাউদ্দিন তালুকদার বলেন, বিএম ডিপোতে উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিস। এ সময় একটি কনটেইনার অপসারণের সময় দুইটি মরদেহের অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে। মরদেহটি সম্পূর্ণ ঝলসে গেছে। এছাড়া একটা মাথার খুলি উদ্ধার করা হয়েছে। তবে এই দুটি দেহাবশেষকে দুটি লাশ হিসেবে গণনা করা হবে।
তিনি বলেন, এই নিয়ে সীতাকুণ্ডের ঘটনায় ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হল।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে ভয়ংকর বিস্ফোরণ ঘটে। আশপাশে থাকা দমকলকর্মী, শ্রমিক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ এ বিস্ফোরণে হতাহত হন।
কেএম/আইএসএইচ