বিএম ডিপো থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি
অগ্নিকাণ্ডের শিকার চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো পরিদর্শন করছে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট। বুধবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ডিপোতে আসে সিআইডির একটি টিম।
টিমের নেতৃত্ব দেন সিআইডি চট্টগ্রামের পুলিশ সুপার শাহ নেওয়াজ খালেদ। টিম কিছু সময় ধরে বিএম ডিপোতে বিস্ফোরণস্থল পরিদর্শন করে।
পরিদর্শন শেষে পুলিশ সুপার শাহ নেওয়াজ খালেদ সাংবাদিকদের বলেন, ডিপো থেকে আলামত সংগ্রহ করেছি। এগুলো আমরা পরীক্ষাগারে পাঠাবো পরীক্ষার জন্য। পরীক্ষা করার পরে আমরা বুঝতে পারব। তবে এতে কত দিন সময় লাগবে, তা এখনই বলা যাবে না।
ডিপোতে যে ধরনের ক্যামিকেলের কথা বলা হয়েছিল, সেই ধরনের কিছু পেয়েছেন কি না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সিআইডির এসপি বলেন, সবই পরীক্ষার বিষয়। পরীক্ষার আগে এখনই নিশ্চিত কিছু বলা যাবে না। এর বেশি কিছু বলতে চাচ্ছি না।
তিনি বলেন, ডিপো এখন ধ্বংসস্তূপ। ভেতরে কী আছে, তা তো বলা যাবে না।
চট্টগ্রাম বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৪ জন মারা গেছেন। এর মধ্যে ২৭ জনকে শনাক্ত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ১৭ জনকে এখনো শনাক্ত করা যায়নি।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে ভয়ংকর বিস্ফোরণ ঘটে। আশপাশে থাকা দমকলকর্মী, শ্রমিকসহ অনেকেই এতে হতাহত হন।
কেএম/আরএইচ