সয়াবিনে হিমশিম খাচ্ছে স্বল্পআয়ের মানুষ
এক বছর আগে যে সয়াবিন তেল কেনা যেতো ছয় থেকে সাড়ে ছয়শ টাকায়, সেই তেল এখন কিনতে হচ্ছে এক হাজার টাকায়। রান্নার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সয়াবিন তেলের পেছনে বাড়তি এ খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে স্বল্পআয়ের মানুষকে।
বুধবার রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা গেছে, একটু কম দামে তেল পেতে এক দোকান থেকে অন্য দোকান ঘুরছেন অনেক ক্রেতা।
এ বাজারে খুচরা ব্যবসায়ীরা এক লিটারের বোতলজাত সয়াবিন তেল বিক্রি করছেন ১৯৮ টাকা দরে। পাইকারি বিক্রি হচ্ছে ১৯৫ টাকা লিটারে। পাইকারিতে বোতলজাত ২ লিটার তেল বিক্রি হচ্ছে ৩৯০ টাকায়; যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩৯৬ টাকায়। খোলা সয়াবিন তেল পাইকারিতে বিক্রি হচ্ছে ১৮০ টাকা লিটার; যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। আর কেজি হিসেবে সয়াবিন তেল বিক্রি হচ্ছে ২১০ টাকা দরে। সয়াবিনের পাশাপাশি সরিষার তেল বিক্রি হচ্ছে ৩৫০ টাকা থেকে ৪৫০ টাকা কেজি দরে।
ব্যবসায়ীরা বলছেন, ঈদের পর সরকার তেলের যে দাম নির্ধারণ করেছে, আমরা সেই দামেই তেল বিক্রি করছি। বর্তমানে তেলের দাম স্থিতিশীল রয়েছে। তবে চালের দাম আবারও বেড়েছে।
কারওয়ান বাজারে বাজার করতে আসা বেসরকারি একটি প্রতিষ্ঠানের চাকরিজীবী আল-আমিন চারটি দোকান ঘুরে ৫ লিটারের এক বোতল সয়াবিন তেল নিলেন ৯৮৫ টাকায়। তিনি থাকেন রাজাবাজারে। মা-বাবাসহ আট সদস্যের পরিবার তার।
ক্ষোভ প্রকাশ করে তিনি ঢাকা পোস্টকে বলেন, যে বেতন পাই তাতে পরিবারের সদস্যদের খাবার খরচ মেটানো যাচ্ছে না। এক বছর আগে যেই তেল কিনেছি ছয়শো টাকায় সেই তেল আজকে কিনেছি হাজার টাকায়। চাল, ডাল, তেল মিলে মাসে আমার খরচের জন্য বরাদ্দ ছিল ২ হাজার ৫০০ টাকা। এখন সেখানে চাল আর তেলই কিনতে হচ্ছে ৪ হাজার টাকায়। অলমোস্ট ডাবল।
কারওয়ান বাজারে মায়ের দোয়া জেনারেল স্টোরের মো. আব্দুল কাইয়ুম ঢাকা পোস্টকে বলেন, সরকার নির্ধারিত দামেই আমরা তেল বিক্রি করছি। এক লিটার বোতলের তেল বিক্রি করছি ১৯৫-১৯৮ টাকা দরে। তেলের দাম আগের রেটেই আছে, বাজেট সামনে রেখে তেলের দাম বাড়েনি।
ব্যবসায়ী মনির হোসেন বলেন, বাজেটে তেলের ওপর কী প্রভাব পড়বে আমরা বলতে পারছি না, সরকারই ভালো জানে। বাজেটের পর তেলের দাম বাড়বে না কমবে একথা বলতে পারবে যারা কোম্পানি চালায় তারা। বর্তমানে আমরা পামঅয়েল তেল ১৬২ টাকা লিটার আর ১৮০ টাকা কেজি বিক্রি করছি। সয়াবিন তেল বিক্রি করছি ২০০ টাকা লিটারে। বর্তমানে সয়াবিনের বাজারে সংকট চলছে। রূপচাঁদা, পুষ্টির ৫ লিটার তেল বিক্রি হচ্ছে ৯৭০ টাকায়।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য মতে, বর্তমানে বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৮৬ টাকায়। এক বছর আগে এ দাম ছিল ১২৫ থেকে ১৩০ টাকা। অর্থাৎ দাম বেড়েছে ৪৩ দশমিক ৫৩ শতাংশ।
এমআই/এনএফ