বাংলাদেশ থেকে আরও চিকিৎসক-নার্স নিতে কুয়েতকে অনুরোধ
বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের জন্য কুয়েতে কর্মসংস্থান বাড়াতে দেশটির বিদায়ী রাষ্ট্রদূতকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
মঙ্গলবার (৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাতে যান রাষ্ট্রদূত আদেল মোহাম্মেদ এ এইচ হায়াত। এ সময় প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাষ্ট্রদূত বাংলাদেশে থাকাকালীন সময়ে প্রতিমন্ত্রীকে সহায়তার জন্য ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার ব্যাপক উন্নয়ন করেছে।
প্রতিমন্ত্রী বাংলাদেশ ও কুয়েতের মধ্যে জনশক্তি, বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি ও উন্নয়ন প্রকল্পে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার জন্য রাষ্ট্রদূতের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।
রাষ্ট্রদূত উল্লেখ করেন, বাংলাদেশ ও কুয়েত দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ফোরামে চমৎকার সম্পর্ক উপভোগ করছে। আগামী দিনে বাংলাদেশ ও কুয়েতের পারস্পরিক স্বার্থে সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রদূত।
এনআই/এসকেডি