স্পারসোতে নতুন চেয়ারম্যান, দুই প্রতিষ্ঠানে নতুন ডিজি
মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে (স্পারসো) নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এছাড়াও দুটি প্রতিষ্ঠানে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান হয়েছেন পর্যটন কর্পোরেশনের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুস সামাদ।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামরুজ্জামানকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোস্তফা কামালকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।
অন্যদিকে, প্যাটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিস্টার হয়েছেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান। এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল আলমকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক করা হয়েছে।
চার অতিরিক্ত সচিবের দপ্তর বদল
পৃথক প্রজ্ঞাপনে চার অতিরিক্ত সচিবের দপ্তর বদল করেছে সরকার। এর মধ্যে বিদ্যুৎ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব এ টি এম মোস্তফা কামালকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মন্ডলকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, কৃষি মন্ত্রণালয়ের সংযুক্ত অতিরিক্ত সচিব হুমায়রা সুলতানাকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. হুমায়ুন কবীরকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
এসএইচআর/ওএফ