মিরপুরে নির্বাচন কমিশনারকে আটকে রেখেছে শ্রমিকরা
মিরপুরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকরা নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেনকে আটকে রেখেছে। রোববার (৫ জুন) বেলা সাড়ে ১১টা থেকে তাকে আটকে রেখেছে শ্রমিকরা।
বিষয়টি ঢাকা পোস্টকে ওই নির্বাচন কমিশনার নিজে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে আটকে রাখা হয়েছে। পুলিশকে খবর দিয়েছি। শ্রমিকদের অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তারা আমার গাড়ি ছাড়ছে না। অনেক ঝামেলায় আছি। এখন ফোনে আর কথা বলা যাচ্ছে না।
এ বিষয়ে ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মাহবুব বলেন, মিরপুর-১০ নম্বর গোলচত্বরে আলমগীর স্যারকে শ্রমিকরা আটকে রেখেছে। আমরা স্যারের সঙ্গে আছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।
বেতন বৃদ্ধির দাবিতে সকাল থেকে রাজধানীর মিরপুর-১৪ ও কচুক্ষেত এলাকায় রাস্তায় নামে পাঁচটি গার্মেন্টসের শ্রমিকরা। আজ শ্রমিকরা মানববন্ধন কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। যদিও পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মিরপুর-১৪ ও কচুক্ষেত এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
মো. লিমন নামে এক শ্রমিক তাদের কর্মসূচির বিষয়ে বলেন, আমরা আজও রাস্তা নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না।
রোববার সকাল ৯টা থেকে শ্রমিকরা রাস্তায় দাঁড়িয়েছেন বলে নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
এমএসি/এসএসএইচ