বেতন বৃদ্ধির দাবিতে ফের মিরপুরের রাস্তায় শ্রমিকরা
বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুর-১৪ ও কচুক্ষেত এলাকায় আবারও রাস্তায় নেমেছেন পাঁচটি গার্মেন্টসের শ্রমিকরা। আজ শ্রমিকরা মানববন্ধন কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। যদিও পরবর্তীতে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মিরপুর-১৪ ও কচুক্ষেত এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
রোববার সকালে মো.লিমন নামে এক শ্রমিক তাদের কর্মসূচির বিষয়ে বলেন, আমরা আজও রাস্তা নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না।
রোববার (৫ জুন) সকাল ৯টা থেকে শ্রমিকরা রাস্তায় দাঁড়িয়েছেন বলে নিশ্চিত করেছেন কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।
তিনি বলেন, কচুক্ষেতের দুই পাশসহ বিভিন্ন জায়গায় শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে রাস্তায় নেমেছেন। আমরা ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ পাঠিয়েছে। যেন গতকালের মতো কোনো ঘটনা না ঘটে।
উল্লেখ, গতকাল দুপুর থেকে মিরপুর-১৪ নম্বর এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেছিলেন তামান্না, মৌসুমী ও হামিমসহ পাঁচটি গার্মেন্টসের কর্মীরা। অবরোধ কর্মসূচির শেষ দিকে গার্মেন্টস শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে পুলিশের দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন ও বিজিবির একটি বাসে ভাঙচুর করেন। এ ঘটনায় কয়েকজন শ্রমিককে আটক করা হয়েছিল বলেও জানায় পুলিশ।
এমএসি/এসকেডি