ফেসবুক জুড়ে পদ্মা-মেঘনা বিভাগ হওয়ার গুজব
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পদ্মা ও মেঘনা নামে নতুন দুটি বিভাগ হওয়ার গুজব ছড়িয়েছে। শনিবার (৪ জুন) সন্ধ্যা থেকে ফেসবুকে এ গুজব ছড়িয়ে পড়ে।
নতুন বিভাগ গঠন বা স্থাপনের প্রস্তাব সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিতে (নিকার) অনুমোদন হতে হয়। এখন পর্যন্ত নিকারের কোন সভায় নতুন এই দুই বিভাগের অনুমোদন হয়নি বলে জানা গেছে।
আরও জানা গেছে, বৃহস্পতিবার নিকারের সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভার এজেন্ডায় নতুন দুই বিভাগ অনুমোদনের প্রস্তাব উপস্থাপন করার কথা ছিল। কিন্তু পরে সভাটি স্থগিত করা হয়।
নিকারের একজন সদস্য ঢাকা পোস্টকে বলেন, পদ্মা ও মেঘনা নামে কোন বিভাগের অনুমোদন এখনো দেওয়া হয়নি। ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্য সঠিক নয়, এটি একটি গুজব।
এসএইচআর/আইএসএইচ