আশ্বাসে সড়ক ছাড়লেন গার্মেন্টস শ্রমিকরা
রাজধানীর মিরপুরে কর্তৃপক্ষের আশ্বাসে রাস্তা ছেড়ে চলে গেছে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকরা। এতে দীর্ঘক্ষণ ধরে বন্ধ থাকা রাস্তায় আবারও যান চলাচল শুরু হয়েছে।
শনিবার (৪ জুন) সন্ধ্যায় ৬টার দিকে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাজিজুর রহমান।
মোস্তাফিজুর রহমান বলেন, আজ বিকেলে বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর তামান্না, মৌসুমী ও হামিমসহ পাঁচটি গার্মেন্টসের কর্মীরা মিরপুর ১৪ নম্বর থেকে রজনীগন্ধা টাওয়ার পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখে। পর তারা বিকেলের দিকে রাস্তা ছেড়ে চলে গেছেন।
এ বিষয়ে ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহবুব বলেন, শ্রমিকরা রাস্তা অবরোধের সময় পুলিশের দুইটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এছাড়া শ্রমিকদের আন্দোলনের সময় বিজিবির একটি বাসও ভাঙচুর করা হয়েছে। তবে শ্রমিকরা এখন আর রাস্তা নেই। এখন রাস্তায় আবার যানচলা শুরু হয়েছে।
এদিকে শ্রমিকদের আন্দোলন নিয়ে ডিএমপির পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো.আসাদ বলেন, আজ দুপুর থেকে বেতন বাড়ানোর দাবিতে রাস্তায় নামেন শ্রমিকরা। রাস্তায় নামার পর তাদের আমরা নানাভাবে বুঝানোর চেষ্টা করি রাস্তা ছেড়ে দেওয়ার জন্য। পরে শ্রমিকরা বিকেলে সাড়ে ৫টার পর রাস্তা ছেড়ে চলে যান। কিন্তু তারা রাস্তা ছাড়ার আগে বিজিবির একটি বাস ভাঙচুর করে এবং পুলিশের দুইটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। বিজিবির গাড়িটি ভাঙচুরের সময় ভেতরে বিজিবির কোনো সদস্য ছিলেন না বলে আমরা জানতে পেরেছি।
এমএসি/এসকেডি