সড়কে নতুন উপদ্রব মোটরসাইকেল: সড়কমন্ত্রী
মোটরসাইকেলকে সড়কের নতুন উপদ্রব উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইদানিং সড়কে দেখবেন তরুণ তুর্কিরা উন্মত্ত অবস্থায় মোটরসাইকেল চালায়, এটা দুর্ভাগ্যজনক। আজকে আমাদের তরুণরা আইন মানে না, তাদের হেলমেট নেই। ঢাকা শহরে অবশ্য অনেক পিড়াপিড়ি করে পরিবর্তন করা গেছে। এ শহরে এখন ৯৫ শতাংশ চালক ও আরোহী হেলমেট ব্যবহার করে। এটার জন্য পুলিশ প্রশাসনের অবদান রয়েছে।
শনিবার (৪ জুন) মহাখালীর ব্র্যাক সেন্টারে ব্র্যাকের আয়োজনে নারী গাড়ি চালকদের প্রশিক্ষণ পরবর্তী সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা মেট্টোপলিটন পুলিশ কমিশনার বলেছেন যারা নিয়ম মানবে না তাদের তেল দেওয়া হবে না। সব পেট্রোল পাম্পকে বলে দিয়েছে। আমার মনে হয় বিষয়টি ঢাকার বাইরেও ছড়িয়ে দেওয়া উচিত।
তিনি বলেন, আমি রাজনৈতিক ব্যক্তি। আমি দেখি রাস্তায় ঝাঁকেঝাঁকে মোটরসাইকেল আরোহীরা ছোটাছুটি করে এবং নিয়ম কানুনের তোয়াক্কা না করে। তারা হেলমেটও পরে না। এটি ঢাকা শহরের চালকরা মানে। কিন্তু রাজনীতির নতুন কর্মী আইনকে ডোন্ট কেয়ার করে, তারা মানতে চায় না। ঝাঁকেঝাঁকে তারা এটি করে। এবিষয়ে অভিভাবকদেরও সতর্ক থাকা উচিত।
আগামী ২৫ জুন সবাইকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে সেতু মন্ত্রী বলেন, ২৫ জুন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পদ্মা সেতু উদ্বোধন করবেন। আমরা প্রস্তুতি শুরু করেছি। আমি ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি ডিরেক্টরকেও আমন্ত্রণ জানাচ্ছি। কে এটার পক্ষে বা বিপক্ষে তা আপনারা দেখবেন না। রাজনৈতিক দলের যারা বিরোধীতা করছেন, তাদেরও চিঠি পাঠাবো, আমন্ত্রণ জানাবো। এটা প্রধানমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রশাসন এবং সড়ক নিরাপত্তা কর্মসূচির পরিচালক আহমেদ নাজমুল হুসেইন, ব্র্যাক জেন্ডার কর্মসূচির পরিচালক নবনীতা চৌধুরী, বিশ্ব ব্যাংক ঢাকার কান্ট্রি ডাইরেক্টর মারসি মিয়াং টেমবন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে. এম আলী আজম, বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন প্রমুখ।
এমএইচএন/এসএম