হাজী বিরিয়ানি হাউসকে ২ লাখ টাকা জরিমানা
অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে বিরিয়ানি প্রস্তুত, রান্না ঘরের পাশে নোংরা পরিবেশে জবাই করা গরুর মাংস প্রসেস করা ও কর্মীদের হেলথ ফিটনেস সনদ না থাকায় চট্টগ্রামের হাজী বিরিয়ানি হাউসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ের মেশিনারি মার্কেটে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, অস্বাস্থ্যকর নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে বিরিয়ানি প্রস্তুতসহ বিভিন্ন অনিয়মের দায়ে হাজী বিরিয়ানি হাউসের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
কেএম/এসকেডি